সারা-জাহ্নবীর ছবি ভাইরাল
দুই বন্ধু সম্প্রতি ঘুরতে যান কেদারনাথ মন্দিরে
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড স্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও জাহ্নবী কাপুরের বন্ধুত্বের কথা সবার জানা। জিম থেকে ফটোশুট সবখানেই তাদের দেখা যায় একসঙ্গে।
সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাদের সরব উপস্থিতি। এই দুই তারকাই তাদের ভ্রমণের স্মৃতি শেয়ার করতে পছন্দ করেন।
দুই বন্ধু সম্প্রতি ঘুরতে যান কেদারনাথ মন্দিরে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা। ইতোমধ্যে এসব ছবি ভাইরাল হয়ে গেছে।
সারার কাছে কেদারনাথ মন্দিরের গুরুত্ব একটু বেশি। কারণ সারার ক্যারিয়ার শুরু হয়েছিল ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে।
যেমনটি সাইফকন্যা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যেখানে সব শুরু হয়েছিল, সেখানে’।
ছবিতে কখনও ওয়েস্টার্ন কখনও আবার এথনিক পোশাকে ধরা দিয়েছেন সারা ও শ্রীদেবী কন্যা জাহ্নবী।
এর আগেও তাদের দুই নায়িকার ছবি নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছিল। কারণ, বলিউডে নায়িকাদের মধ্যে সাধারণত বন্ধুত্ব দেখা যায় না।
এই দুই তারকা সন্তান ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রায় একই সময়ে। এরপর থেকে তাদের মধ্যে গণমাধ্যম প্রতিদ্বন্দ্বিতা খুঁজে বের করার চেষ্টা কম চালায়নি। কিন্তু তারা সে পথে হাঁটেননি, বেছে নিয়েছেন বন্ধুত্বকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: