সারজিস-হাসনাত ডিবি হেফাজতে

নিরাপত্তা ও আন্দোলন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তাদের হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। 

সারজিস-হাসনাত ডিবি হেফাজতে

প্রথম নিউজ, অনলাইন: কোটা সংস্কার আন্দোলনের আরো দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। নিরাপত্তা ও আন্দোলন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তাদের হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। 

এর আগে শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় আসিফের সঙ্গে থাকা সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেয়া হয়। রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেয়ার তথ্য জানানো হয়। নিরাপত্তা দেয়ার জন্য তাদের ডিবি হেফাজতে নেয়া হয় বলে ডিবির তরফে বলা হয়। ওদিকে ৫ সমন্বয়ক হেফাজতে থাকার মধ্যে শনিবার  রাতে দুইজন সমন্বয়ক অনলাইনে সংবাদ সম্মেলন করে দুই দাবি পুরণে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এসময় একজন সহ সমন্বয়কও তাদের সঙ্গে ছিলেন।