সার্চ কমিটি আ.লীগের ভোট চুরির প্রজেক্ট: বিএনপি
সার্চ কমিটি হোক আর যেই নির্বাচন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোন নির্বাচনে যাবো না।

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার দুপুরে নতুন সার্চ কমিটি গঠনের পর বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। জণগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না এমন সার্চ কমিটি নিয়ে বিএনপি ভাবছে না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান টুকু বলেন, আমরা মনে করি এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যেই নির্বাচন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোন নির্বাচনে যাবো না।
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা।আওয়ামী লীগের বাহিরে সকল রাজনৈতিক দল নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে। দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন,নির্বাচন কমিশন কোনটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এটা লোক দেখানো সার্চ কমিটি ভাল কিছু প্রত্যাশা করা যায় না।
ছয় সদস্যের এ সার্চ কমিটিতে বিচারপতি ওবায়দুল হাসান ছাড়াও রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
এ সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন গঠন আইনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। তিনজন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির সভার কোরাম গঠিত হবে।
নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের মধ্য দিয়ে এবারের সংলাপ শুরু হয়। গত ১৭ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ হয় সংলাপ। প্রায় প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তবে বিএনপি ও সিপিবিসহ কিছু দল সংলাপে অংশ নেয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: