সরকার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বিক্রি করে দেবে: আব্দুর রব

আজ সোমবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বিক্রি করে দেবে: আব্দুর রব

প্রথম নিউজ, ঢাকা: এই সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন হলে বাংলাদেশকে বিক্রি করে দেবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। আজ সোমবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রব বলেন, ‘ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটা দাবি ছিল বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সবাই চিকিৎসা পাবে। দেশে গুম খুন হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। দেশের এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ কর্তৃত্ববাদী সরকারকে তাড়ানোর আন্দোলনে যখনই জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হতেন তখনই চলে আসতেন।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা আমি জানিনা। কমলাপুরে এক পাগল ছিল সে সবসময় বলতো আমি পাগল আমার সাথে সবাই পারে। সেরকম বাংলাদেশকে নিয়ে এখন সবাই উষ্ঠা মারতেছে। বিশ্বের বড় বড় রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে সে পাগলের মত ব্যবহার শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন হলে বাংলাদেশকে বিক্রি করে দেবে, হস্তান্তর করে দেবে। তাই বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান দরকার। মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। স্বাধীনতা চুরি হয়ে গেছে। সর্বভৌমত্ব হয়ে যাবে যদি আমরা রুখে না দাঁড়ায়। তাই ধর্ম বর্ণ সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সবাই রাস্তায় নামি যারা আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে তাদেরকে বিদায় করে দেই।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি কাজী জাফর), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাষ্ট অধ্যাপক আলতাফুন্নেসা,রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।