সমমনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রথম নিউজ, অনলাইন: যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বুধবার বিকাল থেকে দুই জোট এবং একটি দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকাল সোয়া চারটার দিকে প্রথমে ১২ দলীয় জোট, এরপর লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিক দলগুলোর নেতাদের নানা নির্দেশনা দেন। বৈঠকে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
১২ দলীয় জোটের পক্ষে বৈঠকে অংশ নেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ১২দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, ১২ দলের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম,
বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)এর সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ। জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের একটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এছাড়া লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মো: আমিনুল ইসলাম, হিন্দুরত্ন রাম কৃষ্ণ শাহা, এ্যাড. জহুরা খাতুন জুই বৈঠকে অংশ নেন। সমমনা জোটের পক্ষে বৈঠকে অংশ নেন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী সাধারণ সম্পাদক সৈয়দ ডা. নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল, মহাসচিব দীলিপ কুমার দাস, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মো. আকরব হোসেন।