সাভারে মোবাইল মেকানিকদের সঙ্গে জাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

আহত দুই শিক্ষার্থী হলেন- জাবির পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রাশেদ ও বাংলা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের।

সাভারে মোবাইল মেকানিকদের সঙ্গে জাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

প্রথম নিউজ সাভার: সাভারে মোবাইল সার্ভিসিং নিয়ে বাগবিতণ্ডার জেরে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও মোবাইল মেকানিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রাজ্জাক প্লাজার তৃতীয় তলার মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলেন- জাবির পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রাশেদ ও বাংলা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের। মার্কেটের আহত মোবাইল মেকানিকরা হলেন- ব্যবসায়ী উজ্জ্বলের মালিকানাধীন সিয়াম টেলিকমের মোবাইল মেকানিক মানিক (১৮), রাসেল (২৭) ও ইকবাল (৪২)।

রাজ্জাক প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা জানান, দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মোবাইল ফোন ঠিক করা হয় সিয়াম টেলিকম নামের একটি দোকানে। ফোনটির আঠা ছুটে যাওয়ায় আজ ওই ছাত্রী আবার আঠা লাগাতে যান। এ সময় মোবাইল মেকানিক ও তার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। পরে সেই ছাত্রী গিয়ে আরও শিক্ষার্থীকে নিয়ে আসলে মার্কেটের সকল ব্যবসায়ীরা নিচে নেমে হামলা প্রতিরোধ করেন। বর্তমানে মার্কেটটি বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।

জাবির পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেব বলেন, আমাদের এক বান্ধবীর ফোনের প্রোটেকটর গ্লাস লাগানো হয় সিয়াম টেলিকম থেকে। ফোনটি নিয়ে মেকানিক চলে যায় এবং দীর্ঘ সময় পরে প্রোটেকটর গ্লাস লাগিয়ে আনেন। ওই শিক্ষার্থী ফোন নিয়ে হলে এসে দেখেন ফোনের পেছনে নতুন আঠা দেওয়া ও ফোনের ক্যামেরা ঘোলা। বিষয়টি সেই দোকানে গিয়ে আজ জানালে মেকানিক ও ওই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি জেনে ক্যাম্পাসের বাকি শিক্ষার্থীরা মার্কেটটিতে গেলে মার্কেটের সব পথ বন্ধ করে দিয়ে আমাদের ওপর হামলা চালায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ঘটনাটি শুনে সরাসরি মার্কেটে এসেছি। এখানকার পরিস্থিতি দেখছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি৷  সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।