‘সব ঠিক আছে’, ইনজুরির গুঞ্জনে ডি পল
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কঠিন লড়াইয়ের আগে খবর ছড়ায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন রদ্রিগো ডি পল। খেলতে পারবেন না শেষ আটের ম্যাচে। তবে সমর্থকদের দুশ্চিন্তা দূর করে আর্জেন্টাইন মিডফিল্ডার জানালেন, সবকিছু ঠিক আছে। ইএসপিএনের সাংবাদিক এস্তেবেন এদুলের বরাত দিয়ে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, ডান উরুতে চোট পেয়েছেন রদ্রিগো ডি পল। যেকারণে বুধবার দলীয় অনুশীলনে যোগ দেননি তিনি। এতে অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার কোয়ার্টার ফাইনাল নিয়ে শঙ্কা জাগে। ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের ছবি দিয়ে ডি পল লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।’
আর্জেন্টিনার মাঝমাঠের অতন্দ্র প্রহরী রদ্রিগো ডি পল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে ওঠানোর ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন তিনি। পূর্ণ ৯০ মিনিট ম্যাচ খেলে ১০২ বার বলে স্পর্শ করেন ডি পল। ৮৪ শতাংশ সঠিক পাস দিয়েছেন তিনি। ‘কি পাস’ দিয়েছেন তিনটি। ৪ গ্রাউন্ড ডুয়েলসে ৩ বারই সফল হন তিনি। আগামীকাল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews