স্বল্পবাসে শাহরুখ-কন্যাকে দেখে নিন্দার ঝড়, পরে জানা গেল সত্যিটা
তারকাসন্তান সুহানার অনুরাগীর সংখ্যা বিপুল। নিয়মিত ছবি এবং ভিডিয়ো পোস্ট করে তাঁদের মনোযোগের কেন্দ্রে থাকেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়েই পা রেখেছেন কন্যা।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: রিসর্টের বারান্দাটি একেবারে সমুদ্রের উপরে। নীলাভ সবুজ সমুদ্রপারে দূর দিগন্তের দিকে তাকিয়ে বসে আছেন শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা খান। পরনে দুধসাদা বিকিনি,রোদ পোহাচ্ছেন শাহরুখ-কন্যা। সে ছবি দুপুর থেকে ঘুরছিল নেটদুনিয়ায়। স্বল্পবাসে সুহানাকে পিছন দিক থেকে দেখেই উত্তেজিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সেই সঙ্গে নিন্দার বাণও এসে পড়ছিল একে একে। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “ইসলামে এমন পোশাক হারাম!” আবার কেউ লিখেছিলেন, “সুহানাও তাঁর দাদা আরিয়ানের মতো বিপথেই গেলেন।” তবে ভুল ভাঙতে বেশি সময় লাগল না।
ভাইরাল ছবিটি আসলে সুহানার নয়, দক্ষিণের অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের। ‘মাস্টারপিস’, ‘মুফতি’-র মতো অনেক কন্নড় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পিছন দিক থেকে তাঁর আদল অনেকটা সুহানার মতো লাগায় ভুল করে ফেলেছিলেন অনুরাগীরা। ভুল নামেই ছবি ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, শানভি সম্প্রতি তাঁর সৈকতযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন নেটদুনিয়ায়। ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে, সেখানকারই ছবি সেটি। ভুল ভাঙায় মুখে কুলুপ নিন্দকদের।
ইতিমধ্যেই তারকাসন্তান সুহানার অনুরাগীর সংখ্যা বিপুল। নিয়মিত ছবি এবং ভিডিয়ো পোস্ট করে তাঁদের মনোযোগের কেন্দ্রে থাকেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়েই পা রেখেছেন কন্যা। জ়োয়া আখতার পরিচালিত ‘দি আর্চিস’ দিয়ে শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। মিউজ়িক্যাল ছবিটি ওটিটিতে মুক্তি পাবে বছরের শেষ দিকে।