স্বৈরাচারের দোসররা এখনো বিশৃঙ্খলা করছে: সেলিমা রহমান
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। এদের প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার বিকালে হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ হয়েছে।
হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় আরও বক্তব্য দেন সাবেক সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও এমদাদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার প্রমুখ। সভা পরিচালনা করেন হিজলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খান।