সাংবাদিক কনক সারোয়ারের বোন রাকা তিন দিনের রিমান্ডে
ডিজিটাল নিরাপত্তা আইনে
প্রথম নিউজ, ঢাকা : সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে মাদক মামলার শুনানি চলছে। ওই মামলায়ও তাকে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরা থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে (৩৮) আটক করে র্যাব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews