সুনামগঞ্জে ভারত সীমান্তের কাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে ভারত সীমান্তের কাছ থেকে আল আমীন নামের (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে

সুনামগঞ্জে ভারত সীমান্তের কাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ভারত সীমান্তের কাছ থেকে আল আমীন নামের (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের কালাচান্দের হাওড়ের ভারতীয় সীমান্ত থেজে ৪০০ গজ দক্ষিণে বাংলাদেশের অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবক দক্ষিণ কুলাউরা গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। তিনি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। 

পুলিশ জানায়, নিহত আল আমিন ভোর ৫টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা সীমান্তের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। আল আমিনের বুক এবং নাভির নিচে পোড়া কালচে দাগ রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
 
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সীমান্তের কাছ থেকে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। সে ভোরে মাছ ধরতে বের হয়েছিল। শরীরে পোড়া দাগ দেখে মনে হচ্ছে তার বজ্রপাতে মৃত্যু হয়েছে।