সৌদি আরবে করোনায় একদিনে আক্রান্ত ৭৫৩, মৃত্যু ৩ জনের, ৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন আরব নিউজ এ খবর দিয়ে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন।

সৌদি আরবে করোনায় একদিনে আক্রান্ত ৭৫৩, মৃত্যু ৩ জনের, ৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক
সৌদি আরবে করোনায় একদিনে আক্রান্ত ৭৫৩, মৃত্যু ৩ জনের, ৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম নিউজ, ডেস্ক: সৌদি আরবে করোনাভাইরাসে নতুন করে একদিনে মারা গেছেন ৩ জন। এ নিয়ে সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৭০। অনলাইন আরব নিউজ এ খবর দিয়ে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন। সব মিলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৮৯০। নতুন আক্রান্তদের মধ্যে ২৯৫ জন রাজধানী রিয়াদে, ১২১ জন জেদ্দায়, ৯৮ জন দাম্মামে, ৩২ জন মক্কা নগরীতে, ৩০ জন হফুফে এবং ২৫ জন মদিনা নগরীতে। অন্য শহরগুলোর প্রতিটিতে ২০ জনের কম করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বর্তমান আক্রান্তদের মধ্যে ৯৮ জনের অবস্থা সঙ্কটজনক। মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে দেশটিতে এখনও সক্রিয় কোভিড-১৯ এর সংখ্যা ৮৮৯৯। শনিবার ২৪ ঘন্টায় সেখানে পিসিআর টেস্ট করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ জনের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom