সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র, এশিয়ার শেয়ারবাজারে ধস
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : মুদ্রাস্ফীতি সামলাতে আবার সুদের হার বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে ০.৭৫%। ফলে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড বৃদ্ধি হলো। সেন্ট্রাল ব্যাংকের আশা, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। অর্থনীতি স্থির হবে। কিন্তু সমালোচকরা বলছেন, “এই সিদ্ধান্তের ফল ভালো হবে না।” যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন, “সুদের হার আরও বাড়তে পারে।” রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর যুক্তরাষ্ট্রসহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে সুদের হার বাড়িয়েছে ও বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ারবাজারে নিম্নমুখী হয়। সিডনিতেও শেয়ারবাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ছুটির দিন বলে জাপানের শেয়ারবাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ারবাজার ৪৪৮ পয়েন্ট পড়েছে, সাংহাইতে পড়েছে ০.২%, সিওলে ০.৬%।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews