স্ত্রীর সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে চান নওয়াজ
নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ বার বার জায়গা করে নিয়েছে সংবাদের শিরোনামে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ বার বার জায়গা করে নিয়েছে সংবাদের শিরোনামে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন দম্পতি। স্ত্রীকে দায়ী করে কয়েকদিন আগেই নওয়াজউদ্দিন আদালতে অভিযোগ জানান যে, দুবাইয়ের স্কুল থেকে নিখোঁজ হয়েছে তাঁর ছেলেমেয়েরা। তবে হঠাৎ করে এবার পিছু হটলেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছন নওয়াজ।
অভিনেতার আইনজীবী প্রদীপ থোরাট জানান, অভিনেতার চিন্তার কারণ তার দুই সন্তান। বেশ কয়েকদিন ধরে সন্তানদের খোঁজ খবর না পেয়ে আইনের দ্বারস্থ হন নওয়াজ। সন্তানদের বিষয়ে সঠিক তথ্য পেলে স্ত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি ফিরিয়ে নেবেন।
অন্যদিকে আলিয়ার আইনজীবী জানান, বেশ অনেক দিন ধরে দুই সন্তানকে নিয়ে আলিয়া মুম্বাইয়ে অভিনেতার অন্ধেরির বাংলোতে রয়েছেন। আইনজীবীর দাবি, আলিয়া কখনই নওয়াজকে সন্তাদের থেকে আলদা করেননি। দেখা করতেও বাধা দেননি। আলিয়া সম্প্রতি এফআইআর দায়ের করেন অভিনেতার পরিবারের বিরুদ্ধে। এই মামলার শুনানি আগামী ২৭ মার্চ।