সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
আজ রবিবার গঠিত এই তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে।
প্রথম নিউজ, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
আজ রবিবার গঠিত এই তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালককে।
এছাড়াও কমিটিতে সদস্য করা হয়েছে, ঢাকার মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের (টিসি) উপাধ্যক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোন-১ এর উপ সহকারী পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের (টিসি) প্রশিক্ষক শামস আরমান, সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম-৪৯ ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক ভূঁইয়া।
কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতিগ্রস্থ সম্পদের বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, ক্ষতিগ্রস্থ সম্পদের স্থিরচিত্র ও অন্যান্য ব্যবস্থাদিসহ প্রাসঙ্গিক বিষয়গুলো অনুসন্ধান করে ৫ কার্যদিবসের সাথে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের এক অফিস আদেশে যেসব বিষয়ে তদন্ত প্রতিবেদনে থাকতে হবে, সেসব বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেদনে স্থিরচিত্র, কারণ উল্লেখ, ভিডিও, নকশা থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের প্রত্যায়নপত্র নিতে হবে, স্থানীয় থানা থেকে ‘মামলা নেই’ মর্মে প্রত্যায়ন গ্রহণ করতে হবে। আগেও এ ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কিনা, তার তথ্যও প্রতিবেদনে থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ডিপো’র কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল কিনা তাও উল্লেখ করতে হবে। এছাড়াও উন্নয়ন কর্তৃপক্ষের ভবন নির্মাণের ছাড়পত্র আছে কিনা তার প্রত্যয়ন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে ফায়ার সেফটি প্ল্যান গ্রহণ করেছে কিনা-এর প্রত্যয়ন গ্রহণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews