স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

ফেনীর দাগনভূঞায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার অভিযোগে কামরুল ইসলাম

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

প্রথম নিউজ, ফেনী: ফেনীর দাগনভূঞায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার অভিযোগে কামরুল ইসলাম পামেল (২৪) নামে এক বখাটে যুবককে ৩ মাসের কারাদন্ড দিযয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্ত কামরুল ইসলাম পামেল দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ফকিরের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানায়, বখাটে কামরুল ইসলাম পামেল দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করার পরও স্কুল যাওয়া-আসার পথে ছাত্রীটিকে নানা ভাবে উত্যক্ত করতো কামরুল। এ ঘটনায় ওই ছাত্রীর মা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি থানায় জানানো হলে বখাটে কামরুলকে আটক করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন জানান, ভুক্তভোগী ছাত্রীর মা’র লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে প্রেরণ করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom