সিএনজির লুকিং গ্লাস বাইরে রাখতে হবে, হাইকোর্টে বুয়েটের প্রতিবেদন

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

সিএনজির লুকিং গ্লাস বাইরে রাখতে হবে, হাইকোর্টে বুয়েটের প্রতিবেদন

প্রথম নিউজ, ঢাকা: রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটো রিকশার লুকিং গ্লাস ভিতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানাতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএ’র পরিচালক সীতাংশু বিশ্বাসকে আগামী বৃহস্পতিবার আসতে বলেছেন আদালত। 

ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।  আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom