সাঈদীর মৃত্যুকে ঘিরে আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭০ নেতাকর্মী বহিষ্কার

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় দেশের নয় জেলায় আরও ৭০ নেতাকর্মীকে দল থেকে বাহিষ্কার করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

সাঈদীর মৃত্যুকে ঘিরে আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭০ নেতাকর্মী বহিষ্কার

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় দেশের নয় জেলায় আরও ৭০ নেতাকর্মীকে দল থেকে বাহিষ্কার করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তাদের মধ্যে পাবনায় ১৭, সুনামগঞ্জে ১৫, রংপুরে ১৪, সিলেটে ১২, খুলনায় চার, ফেনীর দাগনভূঞায় চার, পিরোজপুরের নাজিরপুরে দুই ও পটুয়াখালীতে দুজন রয়েছে। একই কারণে এর আগেও বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ও পীরগাছা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হলেন-রংপুর জেলা সহসভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা সদস্য রেজোয়ান রিংকু, ইটাকুমারী ইউনিয়ন সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গজঘণ্টা ইউনিয়ন সহসভাপতি আল মেহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক এআর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান আবির ও বড়বিল ইউনিয়ন সভাপতি সাগর ইসলাম। 

সিলেট :  বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-গোয়াইনঘাট সরকারি কলেজ সহসভাপতি সাইদুল মুরসালিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা সহসম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, কানাইঘাট উপজেলা সহসভাপতি সারোয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, উপআপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ ও সহসম্পাদক মুর্শেদ আলম এবং গোলাপগঞ্জ পৌর সহসভাপতি এহসান আহমদ। 

নাজিরপুর (পিরোজপুর) : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন সভাপতি রুম্মান হোসেন  ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

পটুয়াখালী : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-জেলা সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম তাসির মৃধা ও দুমকী উপজেলা মুরাদিয়া ইউনিয়ন সহসভাপতি জাহিদ খান। 

খুলনা : বহিষ্কৃতরা হলেন- ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার ইলিয়াছুর রহমান ও সদস্য শাহ আলম, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি মো. আশিক ইকবাল।

নাঙ্গলকোট (কুমিল্লা) : বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতারা হলেন-নাঙ্গলকোট উপজেলা সহসভাপতি জসিম উদ্দিন সরকার ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ভুট্টু। 

দাগনভূঞা ( ফেনী) : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- দাগনভূঞা উপজেলা প্রচার সম্পাদক  ফজলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভূঞা পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহসভাপতি জাহিদ হাসান শুভ।