শাহরুখের পর এবার আসছে সালমানের নতুন সিনেমা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : গত ১৯ মে বাংলাদেশে ৪১টি হলে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। ভারতের বক্স অফিসে সুপারডুপার হিট ছবিটি বাংলাদেশে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। এবার আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যে সিনেমাটির সেন্সরও করিয়েছেন আমদানিকারকেরা। বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।
জানা গেছে, শুক্রবার বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি। তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই আজ সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে হল বুকিং শুরু করব।’
‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের ছবি। এটি গত ঈদুল ফিতরের বিশ্বব্যাপী মুক্তি পায়। বাংলাদেশে কেমন প্রত্যাশা ছবিটি নিয়ে, জানতে চাইলে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘এর আগে শাহরুখের ছবি মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তা ছাড়া ছবিটি ভারতে মুক্তির অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।’
এ দিকে আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।
বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় এক বছরে সর্বোচ্চ ১০টি ভারতীয় ছবি মুক্তির অনুমতি দিয়েছিল। আর এই সিদ্ধান্তের পর ওপার বাংলায় ‘পাঠান’ মুক্তি পেয়েছিল। এর আগে সালমানের ‘ওয়ান্টেড’ ছবিটিও বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিতে সালমান ছাড়া আছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে।
গত ২১ এপ্রিল ঈদ উপলক্ষে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল। তবে এই ছবি সে দেশে সেভাবে সাড়া ফেলতে পারেনি। কোনোক্রমে ছবিটি ১০০ কোটির মতো ব্যবসা করেছিল। এখন দেখা যাক বাংলাদেশে ছবিটি কতটা সাড়া ফেলতে পারে।