শাহরুখের দেহরক্ষী রবির বেতন ২৫ লাখ রুপি
অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডে পেয়ে থাকেন মাসে ১৩ লাখ রুপি। আমির খানের বডিগার্ড যুবরাজ ঘোড়পাঁড়ে পান সাড়ে ১৭ লাখ রুপি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সালমান খানের বডিগার্ড শেরার বাবা-মা ও ছেলে আন্ধেরির মনীষ নগরে একটি হাউজিং সোসাইটিতে থাকেন। শেরাও এখানে ছিলেন। সম্প্রতি চলে গেছেন অশিয়ারায় ফ্ল্যাট কিনে। এই হাউজিং সোসাইটির সেক্রেটারি জয়ন্তীলাল শেঠ এর বিরুদ্ধে শেরা এফআইআর করেছেন তার মা প্রীতম কৌর জলিকে কটূক্তি করার জন্য। এফআইআর করার সময়ই শেরার মাইনের কথা প্রকাশ্যে আসে। তিনি সালমানের কাছ থেকে মাইনে পান মাসে প্রায় সাড়ে ১৭ লাখ রুপি। তবে, এই ব্যাপারে শাহরুখ খান পেছনে ফেলে দিয়েছেন সালমানকে। শাহরুখের ব্যক্তিগত দেহরক্ষী রবি সিং মাসে পান প্রায় ২৫ লাখ রুপি। অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডে পেয়ে থাকেন মাসে ১৩ লাখ রুপি। আমির খানের বডিগার্ড যুবরাজ ঘোড়পাঁড়ে পান সাড়ে ১৭ লাখ রুপি।
অক্ষয় কুমারের দেহরক্ষী শৈলেশ থেলে, দীপিকা পাড়ুকোনের বডিগার্ড জালাল, আনুশকা শর্মার দেহরক্ষী সোনু, হৃতিক রোশানের দেহরক্ষী ময়ূর সেঠিনগর পেয়ে থাকেন মাসে ১০ লাখ রুপি। ক্যাটরিনা কাইফের বডিগার্ড দীপক সিং মাসে পান সাড়ে আট লাখ রুপির মতো। নতুন জেনারেশনের শ্রদ্ধা কাপুরের দেহরক্ষী অতুল কামবলি পান আট লাখ রুপির সামান্য কম। এই সব বডিগার্ডরা যেহেতু তারকার সঙ্গে খামের গায়ে ডাকটিকিটের মতো সেঁটে থাকেন, তাই তারকাদের সঙ্গে তাদের একটি বন্ডিং গড়ে ওঠে।
তারকাদের অনেক গোপন কথাও জানতে পারেন। কিন্তু, তারা এতটাই পেশাদার যে পেটে বোমা মারলেও কোনও কথা বের হয় না এদের মুখ থেকে। পুরস্কার? তাও পান বৈকি এরা। সালমানের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শেরা। ‘বডিগার্ড’ ছবিতে শেরার সিকিউরিটি কোম্পানির ব্যাজ পরে অভিনয় করেছেন সালমান।