শুধু টাকা উপার্জনের জন্য অভিনয় করি না
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান ঈদের পর এখনো কাজে ফেরেননি
প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান ঈদের পর এখনো কাজে ফেরেননি। তবে নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** তেমন কোনো কাজ নেই। তাই কিছুটা অবসর সময় পার করছি। ঈদের পর এখনো শুটিং শুরু করিনি। তবে ফেরার প্রস্তুতি নিচ্ছি। কারণ অভিনয় যেহেতু পেশা, ফিরতে তো হবেই।
* শুটিংয়ে ফিরতে দেরি হচ্ছে কেন?
** যেসব কাজের প্রস্তাব পাচ্ছি, তাতে অভিনয়ে আগ্রহ পাচ্ছি না। সব গড়পড়তা কাজের প্রস্তাব পাচ্ছি। মানহীন কাজ আমি একদমই করি না। কারণ, দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত তা থেকে সরে গেলে তার মুখ ফিরিয়ে নেবেন। তাই দর্শকের যে ভালোবাসা পেয়ে এসেছি তা যেন অব্যাহত থাকে, এ জন্যই মানহীন কাজ করার ইচ্ছা নেই। শুধু টাকা উপার্জনের জন্য অভিনয় করি না। মানুষকে মানসম্মত অভিনয়ের মাধ্যমে বিনোদিত করতে চাই।
* গত ঈদে যেসব নাটকে অভিনয় করেছিলেন সেগুলোর কেমন সাড়া পেলেন?
** খুব বেশি নাটকে গত ঈদে অভিনয় করিনি। তারপরও ঈদে আমার অভিনীত নাটকগুলো দর্শক আগ্রহ নিয়েই দেখেছেন। সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
* মাহফুজ আহমেদের সঙ্গে একটি ওয়েব সিরিজে আপনার অভিনয়ের কথা ছিল। সেটির কাজ কবে নাগাদ শুরু হবে?
** এ কাজটি দিয়েই হয়তো শুটিং শুরু করব। ঈদের পর এখনো প্রযোজক পরিচালকের সঙ্গে এ বিষয়ে বসা হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছি। গল্পটি বেশ সুন্দর। আর মাহফুজের সঙ্গে দীর্ঘ সময় পর অভিনয় করব। বেশ ভালো একটি কাজ হবে বলে মনে করছি। কারণ আমাদের অভিনয় রসায়ন বেশ ভালো।
* দুটি টিভি বিজ্ঞাপনও করেছিলেন। এখন থেকে কী বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাবে আপনাকে?
** আমি পরিকল্পনার বাইরে কোনো কাজ করি না। বিজ্ঞাপন দুটিও ঠিক সেই পরিকল্পনাতেই করেছিলাম। দর্শকের কাছে থেকে এগুলোর জন্য ভালো সাড়া পাচ্ছি। যদি পরিকল্পনার সঙ্গে মিলে তাহলে বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতে আমার কোনো অনাগ্রহ নেই।
* আপনার প্রযোজনা সংস্থা থেকে নতুন কী কাজ আসছে?
** এ বিষয়টি নিয়েই ভাবছি। ঈদের আগে ‘অদল বদল’ নামে আমার প্রযোজিত একটি নাটক মাছরাঙা টিভিতে প্রচার শেষ হয়েছে। আরেকটি ধারাবাহিক নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এখন গল্প নির্বাচনের কাজ চলছে। নাটক নির্মাণের খরচ বাড়লেও চ্যানেলে নাটকের দাম সেভাবে বৃদ্ধি পায়নি। তাই প্রযোজনা করে টিকে থাকাও কঠিন একটি বিষয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews