শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
প্রথম নিউজ, নীলফামারী : নীলফামারীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
জরিমন বেওয়া নীলফামারী সদর উপজেলার দুহুলী কেরানীপাড়ার মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে কয়েকজন মিলে শীত নিবারণের জন্য আগুনের তাপ পোহাচ্ছিলেন জরিমন বেওয়া। এ সময় হঠাৎ আগুনে পড়ে গিয়ে দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রংপুর মেডিকেল কলে
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ ভ্যান পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।