শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে শহীদদের স্মরণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

প্রথম নিউজ, অনলাইন: জুলাই গর্বের মাস আখ্যা দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে জুলাই শহীদদের স্মরণের আহ্বান জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এ ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশের সূচনার দায়িত্ব কিছুটা আমাদের ওপর পড়েছে। আমি আশা করি, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নের কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যে শিক্ষা কর্মদক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেন আমরা করে যেতে পারি এবং তা আগামীতেও যেন বলবৎ থাকে’।