লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩
লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

প্রথম নিউজ, চট্টগ্রাম: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসের সাথে লেগুনার মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আরো চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো: হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এই সংবাদ লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে দু’জনের লাশ আমরা পেয়েছি, তবে শুনছি নিহতের সংখ্যা তিন। বিজিবির বাসটি কয়েকটি পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিল।’ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিজিবির একটি টিম ঘটনাস্থলে আসার পথে আছে বলেও নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন পুলিশ এই কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: