লস অ্যাঞ্জেলসের রাস্তায় গর্ত মেরামত করছেন আর্নল্ড শোয়ার্জনেগার
রাস্তায় বড় বড় গর্ত। দেখে বিরক্ত আর্নল্ড শোয়ার্জেনেগার। নিজেই এবার বেলচা হাতে রাস্তা সারাই করতে নেমে পড়লেন 'টার্মিনেটর' অভিনেতা
প্রথম নিউজ, ডেস্ক : রাস্তায় বড় বড় গর্ত। দেখে বিরক্ত আর্নল্ড শোয়ার্জেনেগার। নিজেই এবার বেলচা হাতে রাস্তা সারাই করতে নেমে পড়লেন 'টার্মিনেটর' অভিনেতা। প্রাক্তন ক্যালিফোর্নিয়ার গভর্নরকে একজন সহকারীর সাথে বেলচা তুলে রাস্তার গর্ত পূরণ করতে দেখা গেছে। টুইটারে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যাতে দেখা গেছে আর্নল্ড ব্রেন্টউড এলাকায় অবস্থিত রাস্তা মেরামতের জন্য কংক্রিট ব্যবহার করছেন। ক্লিপটির ক্যাপশনে লেখা হয়েছে: “রাস্তার বিশাল গর্তটি কয়েক সপ্তাহ ধরে গাড়ি এবং সাইকেলগুলিকে নষ্ট করছে, আমি আমার দলের সাথে বাইরে গিয়ে এটি ঠিক করেছি। আমি সবসময় বলি, আসুন অভিযোগ না করে বরং সমস্যার সমাধান করি''। ভিডিওতে একজন প্রতিবেশীকে গাড়ি চালিয়ে যেতে দেখা যায়। তিনি জানালার কাঁচ নামিয়ে চলচ্চিত্র তারকাকে ধন্যবাদ জানান তাঁর পদক্ষেপের জন্য।
বলেন, তিন সপ্তাহ ধরে আমি এই গর্তটি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। শোয়ার্জনেগারও ওই নারীকে স্বাগত জানান। শোয়ার্জনেগারের মুখপাত্র ড্যানিয়েল কেচেল বলেছেন যে ব্রেন্টউড এলাকার বাসিন্দারা রাস্তা মেরামতের জন্য একাধিক অনুরোধ করেছিলেন। জানা গেছে, শীতের ঝড়ের কারণে স্থানীয় রাস্তায় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। গত সপ্তাহে, মেয়র কারেন বাস রাস্তার একাধিক ফাটল এবং গর্তের সমস্যা সমাধানের জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরেন। শহর জুড়ে অসংখ্য রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারেন বলেন: "খারাপ রাস্তা নিয়ে রিপোর্ট করার পরিবর্তে বরং আমাদের নিজেদের আরো সক্রিয় হতে হবে। শহরের চারপাশে ক্ষতিগ্রস্থ রাস্তা চিহ্নিত করে মেরামতের ব্যবস্থা করতে হবে।" কর্মকর্তারা রিপোর্ট করেছেন যে লস এঞ্জেলেস ৩০ ডিসেম্বর থেকে খারাপ রাস্তা মেরামতের জন্য ১৯,৬৯২টি অনুরোধ এসেছে। অনুরোধ পাবার পর ৬ এপ্রিল থেকে এখনো পর্যন্ত কমপক্ষে ১৭,৫৪৯টি গর্ত পূরণ করা হয়েছে।
সূত্র : মিরর