লাশবাহী গাড়িতে ফেনসিডিল পাচার, ২ জন গ্রেপ্তার

লাশবাহী গাড়িতে ফেনসিডিল পাচার, ২ জন গ্রেপ্তার

প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১৪৪ বোতল ফেনসিডিল জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব। 

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের বাড়ি আফসানা মঞ্জিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে গাড়িসহ ফেনসিডিল বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন, ঢাকার তুরাগ থানার বাউনিয়া মহল্লার মো. আব্দুল সবুর (৪২) ও যশোর সদর উপজেলার বিরামপুর মহল্লার মো. তহিদুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি জব্দ এবং তিনটি মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যশোর থেকে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে রাজধানীর পথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর গ্রামস্থ মন্ত্রীর বাড়ির সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। লাশবাহী ফ্রিজিং গাড়িটি চেকপোস্টে আটকে তাদের  জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথাবার্তা বলে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।  

এরপর ওই লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তা থেকে আনুমানিক দুই লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব বাদী হয়ে ওই দুই ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে।