লেবাননের ওপর দিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরায়েল
প্রথম নিউজ, ডেস্ক : লেবানন সীমান্তবর্তী সিরিয়ার হোমস নগরীর কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (২ জুলাই) ভোরের দিকে একাধিক হামলার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত হোমস নগরীর কাছাকাছি বেশ কিছু অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের রাজধানী বৈরুতের কিছু অংশের ওপর দিয়ে যায়। পরে হোমস শহরের আশেপাশে অবস্থানে আঘাত হানে।
কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও কিছু অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সানা।
এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেছেন, যুদ্ধবিমানগুলো সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটারিতে হামলা চালিয়েছে। কারণ, সেখান থেকে ইসরায়েলের দিকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে শনিবার আদ্রেই টুইটারে বলেছিলেন সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ছুটে আসা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছিল। এতে কেউ আহত বা নিহত হননি।
চলতি বছর সিরিয়ার বিমানবন্দর এবং বিমান ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করছে তেল আবিব। তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি নেতানিয়াহু সরকারের। সূত্র: আল জাজিরা