লেগুনার চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু
সুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে আজিমপুর ভাটা মসজিদের পাশে থাকতেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. সুজন মিয়া (২৬)। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
সুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে আজিমপুর ভাটা মসজিদের পাশে থাকতেন।
লেগুনার মালিক আনোয়ার হোসেন জানিয়েছেন, লেগুনার একটি চাকা লিক হয়ে হাওয়া চলে যায় বেড়িবাঁধের মাহাতাব ফিলিং স্টেশনের পাশে। চাকা মেরামতের দোকানে চাকা সাড়িয়ে, হাওয়া দিচ্ছিল দোকানের লোক। সে সময়ে পাশে ছিল সুজন। ওই সময় অতিরিক্ত হাওয়ায় কারণে চাকাটি হঠাৎ বিস্ফোরিত হয় এবং চাকার কিছু অংশ ছুটে গিয়ে সুজনের মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষার পর দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews