রিয়ালের তিনে তিন, চেলসির বড় জয়

রিয়ালের তিনে তিন, চেলসির বড় জয়
রিয়ালের তিনে তিন, চেলসির বড় জয়

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যু'তে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তিনটি গোলই আসে প্রথমার্ধে, রিয়ালের হয়ে গোল দুটি করেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। শাখতারের একমাত্র গোলটি করেন অলেকসান্দার জুভকভ। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল মাদ্রিদ। প্রথম ২৮ মিনিটের মধ্যেই পেয়ে যায় দুটি গোল। তারপরও সহজে জিততে পারেনি রিয়াল। অসংখ্য সুযোগ হারিয়ে এবং দুর্বল রক্ষণে গোল হজম করে শেষ মিনিট পর্যন্ত থাকল অনিশ্চয়তায়। রক্ষণাত্মক ফুটবলে শেষ পর্যন্ত লড়াই করে গেলেও কার্লো আনচেলত্তির দলকে অবশ্য আটকাতে পারেনি শাখতার দোনেৎস্ক। ম্যাচের ১৩তম মিনিটেই প্রথম লিড পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের মুখে বল পেয়ে জোরাল শটে শাখতারের জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। ২৮তম মিনিটে আক্রমণভাগের দুই ব্রাজিলিয়ানের কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। রদ্রিগোর বক্সে বাড়ানে বল ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে শাখতারের জালে বল জড়ান ভিনিসিয়ুস জুনিয়র।

পরের ১০ মিনিটে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে রিয়াল। রিয়ালের আক্রমণের ঢেউয়ের মাঝেই ৩৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে শাখতারকে সমতায় ফেরান জুভকভ। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকায় পেয়ে একটু লাফিয়ে নেয়া ভলিতে রিয়ালের জালে বল পাঠান ইউক্রেইনের এই ফরোয়ার্ড। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। বিরতির পরও একইরকম চাপ ধরে রাখে রিয়াল। তবে এ যাত্রায় রক্ষণে শাখতার ছিল জমাট। ফলে আক্রমণের ঝড় তুললেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না বেনজেমা-ভিনিসিয়ুসরা। এরপর খেলার গতি একটু কমে আসে। পাল্টা আক্রমণে মনোযোগী হয় শাখতার, তেমন কোনো সুযোগ যদিও তৈরি করতে পারেনি তারা। শেষ ১০ মিনিটে আক্রমণের চাপ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাই ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

কাঙ্ক্ষিত জয় মিললেও ফিনিশিংয়ে ব্যর্থতা আনচেলত্তির কপালে ভাঁজ ফেলতে পারে। প্রথম ৪৫ মিনিটেই গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয়া রিয়াল দ্বিতীয়ার্ধেও নেয় সমান ১৮টি শট, লক্ষ্যে থাকে মোট ১৪টি শট। চোট কাটিয়ে ওসাসুনা ম্যাচ দিয়ে ফেরা বেনজেমার গোলের অপেক্ষা দীর্ঘ হওয়াও তাদের জন্য দুর্ভাবনার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের পর গত রোববার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ড্র করে রিয়াল। দাপুটে পারফরম্যান্সে তিন দিন বাদেই জয়ের পথে ফিরল তারা। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। গ্রুপের আরেক ম্যাচে সেল্টিককে ৩-১ গোলে হারানো লাইপজিগ ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তলানিতে থাকা সেল্টিকের পয়েন্ট ১।

অন্যদিকে এসি মিলানকে উড়ে দিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ‘ই’ গ্রুপের ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ইংলিশ দলটির হয়ে একটি করে গোল করেন ওয়েসলি ফোফানা, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিস জেমস। 'ই' গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্গ ১-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগরেবকে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সালসবুর্গ। সমান ৪ পয়েন্ট করে নিয়ে চেলসি দুইয়ে, এসি মিলান তিনে আছে। তলানিতে থাকা ডায়নামো জাগরেবের পয়েন্ট ৩।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom