রিয়ার বিরুদ্ধে আবারও মাদক মামলা, হতে পারে জেল
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আবারও নতুন করে মাদক মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আবারও নতুন করে মাদক মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (১৩ জুলাই) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। তার বিরুদ্ধে গাজা কেনার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এনসিবি সূত্রে জানা গেছে, সুশান্তকে অনেকবার গাজা সরবরাহ করেন রিয়া। গাজা কেনাবেচার জন্য অনেক টাকা লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে রিয়ার ১০ বছরের বেশি জেল হতে পারে।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীকে। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাকে জামিন দিয়েছিল বোম্বে হাইকোর্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews