রহনপুরের মেয়রসহ ২৬ জন কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মারধরের অভিযোগে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমানসহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মারধরের অভিযোগে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমানসহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম হুমায়ন কবির এ আদেশ দেন। এপিপি আঞ্জুমান আরা জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমিজমা সংক্রান্ত ঘটনায় মারধরের অভিযোগ এনে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৭ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় আজ (সোমবার) দুপুরে মেয়রসহ ২৬ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: