রাহাতের 'যাদুকরী' দুই ঘণ্টা ও শানাইয়ের মন্ত্রমুগ্ধ সুরে বিপিএলের সূচনা

রাহাতের 'যাদুকরী' দুই ঘণ্টা ও শানাইয়ের মন্ত্রমুগ্ধ সুরে বিপিএলের সূচনা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: আসসালামুআলাইকুম, ভালোবাসা, আমি ভালোবাসি সবাইকে... গর্জে উঠলো শেরে বাংলা মিরপুরের গ্যালারী। তার আগে থেকে অবশ্য কিছুক্ষণ শানাই বাজলো মঞ্চে, সেটা শুনেই বোঝা যাচ্ছিল অপেক্ষার পালা শেষ হচ্ছে! মঞ্চে হাজির হলেন রাহাত ফাতেহ আলী খান নামক সুফি গায়ক, যার অপেক্ষায় গোটা মিরপুর সেই দুপুর আড়াইটা থেকে। সাদা কুর্তার উপর একই রংয়ের কোটি পড়ে এসে বসলেন মঞ্চে। তাতেই যেন জেগে উঠলো পুরো মিরপুর। চাচা নুসরাত ফাতেহ আলী খানের জনপ্রিয় গান আল্লাহু আল্লাহু দিয়ে শুরু করা রাহাত গাইলেন ২ ঘণ্টার মতো, পুরোটা সময় বুদ হয়ে রইলো সামনে থাকা হাজারো দর্শক।

এর আগে অবশ্য স্টেডিয়ামে ঢুকতেই কিছুটা বেগ পেতে হয় রাহাত ফাতেহ আলীর গাড়িকে। ২ নম্বর গেটের সামনে দর্শকদের ভিড়ে গাড়ি সামনে এগোতে পারছিল না। পরে প্রশাসনের সদস্যদের হস্তক্ষেপে তার গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। মাঠে এসে দ্রুতই মঞ্চে হাজির হন রাহাত। তাতেও অবশ্য পেরিয়ে গেছে নির্ধারিত সময়ের ২৫ মিনিট বেশি।

রাত ৮টা ৫৫মিনিটে গান শুরু করেন রাহাত। দেরী হওয়াতে বিরক্ত হওয়া দর্শকরা অবশ্য তার গানের মুর্ছনায় ডুবে যান দ্রুতই। এরপর এক পর্যায়ে গাইলেন বাংলাদেশের কিংবদন্তী গায়িকা রুনা লায়লার গাওয়া ও কবীর বকুলের লেখা ভালোবাসা আমার পর হয়েছে গাইলেন আর সেটাও বাংলা ভাষায়। এরপর জরুরী থা, মেরে রাকসা কামারা থেকে শুরু করে পিয়া রে, আফরিন আফরিন, তেরে মাস্ত মাস্ত দো দেইন, তুম হে দিল্লাগি, সামঝাওয়ান গেয়ে মন্ত্রমুগ্ধ করে রাখলেন সবাইকে। মাঝে তিনি মাইক ছাড়লেন ছেলে শাহ জামান আলি খানকেও। ছেলের গানে খুশি হয়ে একবার পিঠও চাপড়ে দিলেন রাহাত। সবমিলিয়ে পাকিস্তানের এই কিংবদন্তী সুফি গায়িকার সুরের মুর্ছনায় বুদ হয়ে ছিলেন দর্শকরা।

এর আগে  বিকেল ৩ টা ৫০ মিনিটে শুরু হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা শুরু করেন অনুষ্টান। এরপর অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘নতুন বাংলাদেশে নতুন বিপিএল’ বলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। নিজের ব্যক্ত্যবে জুলাই অভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি।  আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা যে ফাইনালি ২০২৫ এর বিপিএলের খুব কাছাকাছি। খেলা শুরু হবে আপনারা সবাই জানেন ৩০ তারিখ। আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার।’

 এরপর একে একে মঞ্চে উঠেন জেফার, মুজা ও সঞ্জয়। জেফার গেয়েছেন ‘ঝুমকা’ মুজা গেয়েছেন ‘নয়া দামান।’এরপর একসঙ্গে গান‘আসি বলে গেল বন্ধু’, ‘ঢোল এর তালে’, ‘বেনী খুলে’। এরপর মাইলস এসে ভাসান প্রেমের বেদনায়। তার সঙ্গে দর্শকরাও গলা মেলান, ‘ফিরিয়ে দাও আমার এ প্রেম’ গানে। তাদের পারফর্মেন্স শেষ হলে মিরপুরের আকাশ রঙিন হয়ে ওঠে আতশবাজিতে।