রাশিয়ার ইউক্রেন লাগোয়া শহরে হামলা, নিহত ৩
ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার শহর বেলগোরোদে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার শহর বেলগোরোদে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। হামলায় ডজনখানেক ভবন ধসে গেছে। স্থানীয় গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, হামলায় ১১টি অ্যাপার্টমেন্ট এবং ৩৯টি ব্যক্তিগত বাড়ি ধ্বংস হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে পঞ্চম মাসে। এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বরং ক্রমশ উত্তেজনা বাড়ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা চার মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। দেশটির অর্থনীততে ধস নামানোর হুঁশিয়ারি দিচ্ছে তারা। তবে থামতে নারাজ রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews