রেমো ডি'সুজার শ্যালকের মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা-কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। তার শ্যালক জেসন ওয়াটকিনসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তার মুম্বাইয়ের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।
অভিযোগ করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার বাবা বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার সময় রেমো ও তার স্ত্রী লিজেল গোয়ায় ছিলেন।
ভারতীয় এক গণমাধ্যমে ঘনিষ্টজন জানিয়েছে, ওয়াটকিনস কিছুদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যার কারণে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে হয়তো। তবে বাড়ি থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
রেমো ইনস্টাগ্রামে জেসনের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আপনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছেন ভাই। আশা করি এ মৃত্যু আপনাকে অবশেষে মুক্তি দিয়েছে। শান্তিতে বিশ্রাম নিন।'
জেসন তার বোন জামাই রেমো পরিচালিত বহু কাজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তিনিও শিল্পের অংশ ছিলেন।
এদিকে লিজেল তার ইনস্টাগ্রামে তাদের একটি শৈশবের ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘কেন?'
তিনি জেসন এবং তাদের মায়ের একটি ছবিও শেয়ার করে লিখেছেন, ‘দুঃখিত মা, আমি তোমাকে ব্যর্থ করেছি’।
লিজেলের মা চার বছর আগে মারা গিয়েছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: