রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আজ ভোরে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।  নিহতরা হলেন- স্বামী মো. জুয়েল (২৮) ও স্ত্রী মোছা. নাসরিন আক্তার (২২) ।

রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোড এলাকার একটি বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।  নিহতরা হলেন- স্বামী মো. জুয়েল (২৮) ও স্ত্রী মোছা. নাসরিন আক্তার (২২) । তারা একসঙ্গে আত্মহত্যা করেছেন। নিহত নাসরিনের ভাই টিটু মিয়া জানান, জুয়েল দিনমজুরের কাজ করে ও নাসরিন বাসাবাড়িতে কাজ করে। নাসরিনের এক সপ্তাহ ধরে জ্বর ও জুয়েল এক সপ্তাহ ধরে কোন কাজ না পাওয়ায় সংসারে অভাব অনটন লেগেছিল। এ জন্য দুজনে একসঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরো জানান, নিহত জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায় ও নাসরিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বুবইল গ্রামে। বর্তমানে পূর্ব রামপুরার তিতাস রোড নোয়াখালী বাড়ির ভাড়াটিয়া।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।