রাবিতে ছাত্রলীগ নেত্রী ঐশীর রুম সিলগালা

গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে ওই রুম সিলগালা করা হয়। 

রাবিতে ছাত্রলীগ নেত্রী ঐশীর রুম সিলগালা

প্রথম নিউজ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সহ-সভাপতি নাশরাত আর্শিয়ানা ঐশীর রুম সিলগালা করে দিয়েছে প্রশাসন। তিনি হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন। গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে ওই রুম সিলগালা করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া।

তিনি বলেন, আমাদের হলে একা থাকার কোনো নিয়ম নেই। ঐশী দীর্ঘ দিন ধরে তিন বেডের রুমে একা থেকে আসছিল। এই বিষয়ে তাকে অনেকবার অবহিত করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের অ্যালটমেন্টও দেওয়া হয়েছে, কিন্তু সে সবাইকে ভয় দেখিয়ে উঠতে দেয়নি। সে হলের কোনো নিয়ম-কানুন মানতো না। হলে ঢোকার সময় রাত ১০টা হলেও সে প্রতিদিন রাত ১টার পরে হলে ঢুকতো। এসবের পেক্ষিতে আমরা ওকে চিঠি দিয়েছিলাম। সে কোনো চিঠির উত্তর দেয়নি এবং আমাদের সঙ্গে দেখাও করেনি। বিষয়গুলো নিয়ে আমরা হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়েছি।

এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী নাশরাত আর্শিয়ানা ঐশী বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর আমাদের রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন। সেখানে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি যেন পদে আসতে না পারি সেজন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ইন্ধনেই আমার রুম সিলগালা করেছে হল প্রশাসন। এছাড়াও আমাদের হল প্রভোস্ট ছাত্রলীগ করার কারণে আমাকে পছন্দ করেন না।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বলেন, আমি প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। ঐশীর উচিত ছিল বিষয়টি প্রাধ্যক্ষ ম্যামের সঙ্গে বসে সমাধান করা। আমি যতটুকু জানতে পেরেছি ম্যাম ঐশীকে অনেকবার চিঠি দিয়ে দেখা করতে বললেও সে ম্যামকে এড়িয়ে যেত। একটা হলের নিয়ম থাকে তাকে সেই নিয়ম মেনেই চলতে হতো। 

তিনি বলেন, ঐশী মনে করে আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। কিন্তু তার অবস্থান জানা উচিত। আমি একজন সভাপতি হয়ে তার বিরুদ্ধে কেন লাগতে যাব। এটি সম্পূর্ণ তার সঙ্গে হল প্রশাসনের ঝামেলা। এছাড়াও ম্যামের বিরুদ্ধে সে যে অভিযোগ করেছে সেটাও মিথ্যা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সউদ বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। হল প্রশাসন যেটা ভালো মনে করেছেন সেই সিদ্ধান্ত নিয়েছে। কেউ যদি নিয়ম না মেনে চলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। 

ছাত্রলীগ নেত্রী নাশরাত আর্শিয়ানা ঐশী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।