রেবেকা মমিনের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক
প্রথম নিউজ, ঢাকা : নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রেবেকা মমিন। এরপর থেকে আলাদা শোক বার্তায় শোক জানান তারা।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বার্তায় বলা হয়েছে, সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরেব সই করা শোক বার্তায় বলা হয়, নেত্রকোণা- ৪ আসনের এমপি রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।
শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে রেবেকা মমিন খুব আদর্শবান মানুষ ছিলেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন। তার মৃত্যু দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়তে ২০২০ সালের নভেম্বরে ৪ কোটি টাকা দামের ব্যক্তিগত জমি দান করে যে নজির রেবেকা মমিন স্থাপন করেছিলেন, তা সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
তাজুল ইসলাম বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তার মৃত্যুতে জাতি একজন আদর্শবান রাজনীতিবিদকে হারাল।
প্রসঙ্গত, মৃত্যুকালে রেবেকা মমিনের বয়স হয়েছিল ৭৬ বছর। রেবেকা মমিন আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী।