রোডমার্চকে সফল করতে বাকৃবি ছাত্রদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

রোডমার্চকে সফল করতে বাকৃবি ছাত্রদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

প্রথম নিউজ, বাকৃবি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ সরকারের পদত্যাগ সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়ায় লিফলেট বিতরণ এবং প্রচারণা মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোড মার্চে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট থেকে প্রচারণা মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এসে শেষ হয়। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার সদস্য সাদাত,রাশিদুল, শিহান, স্বচ্ছ, আবীর সহ প্রায় শতাধিক নেতাকর্মী। 

মিছিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রোডমার্চ সফল করার জন্য স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজপথ।