রাজশাহীর স্কুলছাত্র সাব্বির হত্যার মূলহোতা গ্রেফতার
বুধবার (২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মনিগ্রাম আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আড়পারা এলাকার সাইকেল মেকার আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর বাঘায় স্কুলছাত্র সাব্বির হত্যার ঘটনায় মুন্না (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মনিগ্রাম আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আড়পারা এলাকার সাইকেল মেকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আর মৃত সাব্বির হোসেন (১৭) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ভ্যানচালক হায়দার আলী ছেলে। সে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে মনিগ্রাম তুলশিপুর গ্রামের বজলুর মাস্টারের আমবাগান থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরে তার ভ্যানের ব্যাটারির সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে রাতে ব্যাটারিসহ মুন্নাকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বিরকে হত্যার কথা স্বীকার করেছে মুন্না।
ওসি আরও বলেন, মুন্না এক সুদকারবারির থেকে টাকা নিয়ে ফিরত দিতে না পারায় চাপের মুখে পড়ে যায়। সুদকারবারির টাকা ফেরত দিতেই সে এ ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, সাব্বির রোববার স্কুল ছুটির পর প্রতিদিনের মতো বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টায় সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাঘা থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরদী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি উদ্ধার করা হয়। বুধবার সকালে মুন্সিপুর আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews