রাজশাহীতে ভোট কেন্দ্রে প্রভাবিত করায় নারী গ্রেপ্তার

রাজশাহীতে ভোট কেন্দ্রে প্রভাবিত করায় নারী গ্রেপ্তার

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে একটি কেন্দ্র থেকে এক নারী ভোটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, একজন নারী একটি কেন্দ্রে একাধিকবার প্রবেশ করতে দেখা গেছে। যেটা আমরা সিসি ক্যামেরায় দেখেছি। তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন দিনের জেল দেয়া হয়েছে।

আজ ধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসি ক্যামেরা ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, কয়েকটি কেন্দ্রে ইভিএম জটিলতার কারণে ১৫ -২০ মিনিট সমস্যা হয়েছিল। পরে সেগুলো ঠিকঠাক করা হয়েছে। এখন ভালোমতই ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।

সিলেটে দুইটি কেন্দ্রে ভোট ডাকাতের উপস্থিতির খবর গণমাধ্যমে এসেছে। ইসি সিসি ক্যামেরার মাধ্যমে সেটি দেখতে পেরেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত গোপন কক্ষে কারও উপস্থিতি দেখতে পারিনি। রাজশাহীতে প্রভাবিত করার জন্য একজন নারীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তিন দিনের জেল দেয়া হয়েছে।