তেজগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

তেজগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে আনিছা বেগম (৫০) এবং ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টায় তার স্বামী আব্দুল কুদ্দুস (৫৮) মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আনিছা ও আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী।


দম্পতির ছেলে মো.আনিসুর জানান, তার বাবা দিনমজুর ছিলেন। মা বাসাবাড়িতে কাজ করতেন। তারা দুই জন তেজগাঁওয়ের নাখালপাড়া থাকতেন। গত ১৫ জুন বাড়ির পাশে টিনের প্রাচীর দিয়ে ভেতরে ভেকু মেশিনে মাটি কাটার কাজ চলছিল। সেখানে মাটি কাটার সময় গ্যাসের লাইনের পাইপ ভেঙে ফেলা হয়। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেনি। পরে সেই লাইন থেকে গ্যাস বের হয়ে তার বাবা-মার থাকার রুম গ্যাসে আচ্ছন হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণে তাদের রুমে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। ঘটনার সময় তারা দুজনেই ঘুমিয়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।