রাজাপাকসের হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড-এ খবর নিশ্চিত করে
প্রথম নিউজ, ডেস্ক : হাম্বানটোটায় শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের পৈতৃক বাড়িতে একদল সরকার বিরোধী বিক্ষোভকারী আগুন দেওয়ার একদিন পর বুধবার তার মালিকানাধীন একটি হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড-এ খবর নিশ্চিত করে বলেছেঃ ভিডিও ফুটেজে দেখা গেছে, সহিংস বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর পুরো হোটেলটিই পুড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, সোমবার শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। শুধু বাড়িতে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি তারা। বাড়ির সঙ্গে পুড়িয়ে দেয়া হয় রাজাপাকসের বাবা এবং মায়ের স্মরণে তৈরি করা সৌধটিও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews