রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীতে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীতে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় লোকজন থেকে জানতে পেরেছি যে, বৃদ্ধ ওই এলাকাতেই থাকতেন। ভবঘুরে প্রকৃতির ছিলেন তিনি। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদনর পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই বলেন, নিহততের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।