রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর গোল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রথম নিউজ, অনলাইন: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর গোল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান বলেন, ‘সরকার আগামীতে আবারো তামাশার নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য জামায়াতসহ দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে ক্র্যাকডাউন চালানোর অংশ হিসাবেই প্রতিশ্রুতিশীল ও পরিছন্ন রাজনীতিক, মহানগরী উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিজেদের নগ্ন, অগণতান্ত্রিক ও বীভৎস চেহারা জাতির সামনে উন্মুক্ত করেছে।’
মাহফুজ বলেন, ‘জামায়াত একটি গণমুখী, গণতান্ত্রিক, সাংবিধানিক ও বৈধ রাজনৈতিক দল। দেশের আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অথচ জামায়াত নেতাদের অন্যায়ভাবে আটক করে তাদের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ তুলছে প্রশাসন। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কল্যাণে রাজনৈতিক, সামাজিক ও আর্থিক ব্যবস্থাপনায় ভূমিকা রেখে আসছে। সেই লক্ষ্যেই বসুন্ধরায় জাকাতের গুরুত্ব শীর্ষক ঘরোয়া আলোচনার আয়োজন করেছিল।’ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দীন, আতাউর রহমান সরকার প্রমুখ।