রাজধানীতে ছিনতাইকারীর চাপাতির আঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত
রোববার রাত সোয়া দশটার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের ছাত্রী অপূর্ণা আক্তার ইতিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। রোববার রাত সোয়া দশটার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর রাতেই ওই ছাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইতি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর আফতাব নগর এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। জিম ঘর থেকে হেঁটে বাসায় ফেরার পথে আফতাব নগরের বি ব্লকে এই ঘটনাটি ঘটে। রাতেই তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি দুইজন ছিনতাইকারী তাকে কুপিয়ে আহত করেছে। ওই সময় তিন থেকে চারজন ছিনতাইকারী ইতির পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ ছিনিয়ে নিতে চায়।
তিনি না দিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en, https://play.google.com/store/apps/details?id=com.prothomnews, https://youtube.com/prothom