রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, অনলাইন: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের ‘ষড়যন্ত্র’ বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
রেজা কিবরিয়া বলেন, এই সরকার এখন পতনের দ্বার প্রান্তে, গণতান্ত্রিক বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন। তাই এ দুর্নীতিবাজ ভোট ডাকাত সরকার ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বিভাগ দিয়ে একটি নোংরা খেলায় মেতে উঠেছেন। জুডিশিয়াল ষড়যন্ত্র করছে। এবার তারা ড. ইউনূসসহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতায় আসার জন্য একটি বিচারিক ক্যু করার চেষ্টা চালাচ্ছে।
মিছিলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য এম শফি মাহমুদ, জাজ (অব.) শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিন, সাদ্দাম হোসেন, জাকারিয়া পলাশ, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারী সদস্য সচিব সাকিব হোসেন, সদস্য ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।