যশোরে মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালানো স্বামী গ্রেফতার
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, যশোর: যশোরে মৃত স্ত্রীকে হাসাপাতালে রেখে পালিয়ে যাওয়া পরিতোষ কুমার সানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরিতোষ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী মায়ারাণীর (৩৫) একই উপজেলার বেহুলা গ্রামের তরুণ কুমার মণ্ডলের মেয়ে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী জানান, রোববার সন্ধ্যার দিকে মায়ারাণীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী পরিতোষ কুমার সানা। ওই নারীর মাথায় গুরুতর আঘাত ছিল। চিকিৎসক পরীক্ষা-নীরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করলে কৌশলে পরিতোষ পালিয়ে যান। পরে আমরা পুলিশকে খবর দেই।
সন্ধ্যায় হাসপাতালে নিহতের ভাই সুশান্ত মণ্ডল অভিযোগ করেন, তার বোনাই পরিতোষ পিটিয়ে মায়ারাণীকে হত্যা করেছে। মায়ারাণী মারা যাওয়ায় তিনি পালিয়ে যান।
এদিকে মারধরে মায়ারাণীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে রোববার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন মায়ারাণীর ভাই সুশান্ত মণ্ডল। এরপর পুলিশ রাতেই মায়ারাণীর স্বামী পরিতোষ কুমার সানাকে যশোর শহর থেকে গ্রেফতার করে। পারিবারিক কলহের সময় আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন পরিতোষ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মায়ারাণী হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ মায়ারাণীর স্বামী পরিতোষকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহে এ হত্যা হয়েছে বলে জানা গেছে। তবে হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।