পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রিজ সংলগ্ন দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতীকি ছবি

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৫৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রিজ সংলগ্ন দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে। তার ১ নং ব্রিজ বাজারে ওষুধের দোকান ছিল।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হালদার বলেন, নিহত ইউসুফ মৃধার ১ নং ব্রিজ বাজারে ওষুধের দোকান রয়েছে। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom