যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় আটক ৪ 

যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় আটক ৪ 

প্রথম নিউজ, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামের (৩৮) হাত ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় জানা য়ায়নি।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। তিনি বলেন, আটককৃতরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার প্রাথমিক তথ্য মেলায় তাদের আটক করা হয়েছে। 

উল্লেখ্য, ১২ নভেম্বর রাতে জাহিদুল ইসলাম ও রাকিব মিয়া মোটরসাইকেলযোগে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তারা জাহিদুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।