যুবদলের সাধারণ সম্পাদক মুন্না গ্রেপ্তার
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।
প্রথম নিউজ, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। শাজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। সুলতান সালাউদ্দিন টুকু অবিলম্বে মুন্নার মুক্তি দাবি জানান। তিনি বলেন গ্রেফতার নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাকে বিনা কারণে গ্রেফতারের তীব্র নিন্দা জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: